ঢাকা, সোমবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৩ মে ২০২৪, ০৪ জিলকদ ১৪৪৫

জাতীয়

ইয়াবা খেয়ে ঢাকায় এসে অপসারণ, তিন নারী গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
ইয়াবা খেয়ে ঢাকায় এসে অপসারণ, তিন নারী গ্রেফতার

ঢাকা: রাজধানীর ডেমরা থানাধীন এলাকায় অভিযান চালিয়ে তিন নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) উত্তরা বিভাগ।

গ্রেফতাররা হলেন- মোছা. তৈয়বা ও মোছা. ইয়াসমিন ও আরেকজন অপ্রাপ্তবয়স্ক।

ডিবি জানায়, তারা কক্সবাজার থেকে ইয়াবা কিনে পলিথিন ও স্কচটেপ দিয়ে ছোট ছোট বলের মত তৈরি করে পাকস্থলীতে করে ঢাকায় নিয়ে আসতেন। এরপর পেট থেকে ইয়াবা অপসারণ করে ঢাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের সরবরাহ করতেন।

শনিবার (২৩ এপ্রিল) রাতে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা তিনজনই কক্সবাজারের বাসিন্দা বলে জানা গেছে।

ডিবি উত্তরা বিভাগের সহকারী কমিশনার (এসি) শাহিদুল ইসলাম বলেন, গ্রেফতাররা পাকস্থলীতে ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে ঢাকায় এসেছেন। তাদের গ্রেফতারের পর ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে পাকস্থলী থেকে দেড় হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
পিএম/এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।