ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩১, ১৪ মে ২০২৪, ০৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

নলছিটিতে ঈদের আগে ঘর পাচ্ছেন ৩৭ গৃহহীন পরিবার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
নলছিটিতে ঈদের আগে ঘর পাচ্ছেন ৩৭ গৃহহীন পরিবার

ঝালকাঠি: ঝালকাঠির নলছিটিতে ঈদের আগে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ৩৭ গৃহহীন পরিবার। আগামী ২৬ এপ্রিল গৃহহীন ও ভূমিহীনদের মধ্যে এসব ঘর হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এক অনুষ্ঠানের মাধ্যমে তাদের হাতে জমির দলিলসহ ঘরের চাবি তুলে দেওয়া হবে।  

রোববার (২৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ সভা কক্ষে এ বিষয়ে ব্রিফ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা সিকদার।  

জানা যায়, প্রথম ও দ্বিতীয় ধাপের তুলনায় তৃতীয় ধাপে কাঠামোতে আসছে বেশ পরিবর্তন। বাড়ানো হয়েছে ব্যয়। যে কারণে ঘরগুলো মজবুত ও দীর্ঘস্থায়ী হবে। আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের মধ্যে উপজেলায় মোট ৩৮৫টি ঘর দেওয়া হবে। প্রথম ধাপে ৪০ ও দ্বিতীয় ধাপে ৯৫টি দেওয়া হয়েছে। তৃতীয় পর্যায়ে ঈদের আগে ৩৭টি বাকি ২১৩টি ধাপে ধাপে করে দেওয়া হবে।  

বাংলাদেশ সময়: ১৭৩২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।