ঢাকা, শুক্রবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৮ জুন ২০২৪, ২০ জিলহজ ১৪৪৫

জাতীয়

কোমল পানীয় ভেবে বিষপানে অসুস্থ চৌকিদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
কোমল পানীয় ভেবে বিষপানে অসুস্থ চৌকিদার

মেহেরপুর: কোমল পানীয় ভেবে বিষপান করে আজিত রায় (৫৫) নামে এক গ্রাম পুলিশ (চৌকিদার) এখন হাসপাতালে।

অজিত রায় গাংনী উপজেলার রাইপুর গ্রামের কার্তিক রায়ের ছেলে।

তিনি রাইপুর ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের গ্রাম পুলিশ (চৌকিদার)।

সোমবার (২৫ এপ্রিল) সকাল ৯টার সময় কোমল পানীর বোতলে রাখা বিষপান করেন। পরে অসুস্থ হয়ে পড়লে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

অজিত রায় বলেন, আমার নাতি জমির ফসলে দেয়ার জন্য তরল বিষ এনে ঘরে রেখেছিল। প্রচণ্ড গরমে একটু স্বস্তি পেতে কোমল পানীয় ভেবে সামান্য পরিমাণ পান করে ফেলি।  

গাংনী উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. এমকে রেজা বাংলানিউজকে জানান, বর্তমানে অজিত সুস্থ রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৮ ঘণ্টা, এপ্রিল ২৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।