ঢাকা, বুধবার, ৩১ বৈশাখ ১৪৩২, ১৪ মে ২০২৫, ১৬ জিলকদ ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে অস্ত্র মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৩৫, এপ্রিল ২৭, ২০২২
লক্ষ্মীপুরে অস্ত্র মামলার আসামি গ্রেফতার

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে ইয়াবা ট্যাবলেটসহ মো. সুমন ওরফে বেলজিয়াম সুমন (৩২) নামে ছয় মামলার আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৬ এপ্রিল) বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়।

আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। সুমন জেলার সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানাধীন

সুমন কংশনারায়নপুর গ্রামের সিরাজ মিয়ার ছেলে।

তার বিরুদ্ধে তিনটি অস্ত্র মামলা, দুটি ডাকাতি মামলা ও একটি হত্যা মামলা রয়েছে বলে জানায় পুলিশ৷

চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোসলেহ্ উদ্দিন জানান, বিশেষ অভিযান চালিয়ে মঙ্গলবার তাকে তার এলাকা থেকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে একশ পিছ ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। বিকেলে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ০০৩৪ ঘণ্টা, এপ্রিল ২৭, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।