ঢাকা, মঙ্গলবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঢাকা থেকে বিদায় নিয়েছেন ডেনমার্কের রাজকুমারী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৪৯, এপ্রিল ২৮, ২০২২
ঢাকা থেকে বিদায় নিয়েছেন ডেনমার্কের রাজকুমারী বিমানবন্দরে রাজকুমারীকে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন

ঢাকা: ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথ ডোনাল্ডসন তিনদিনের সফর শেষে ঢাকা থেকে বিদায় নিয়েছেন।  

বুধবার রাতে (২৭ এপ্রিল) ডেনমার্কের রাজকুমারী ম্যারি এলিজাবেথকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদায় জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন ও তার স্ত্রী সেলিনা মোমেন।

ডেনমার্কের রাজকুমারী ২৫ এপ্রিল ঢাকায় এসে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করেন।  

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন তিনি। ঢাকা থেকে তিনি কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যান।

কক্সবাজার থেকে ঢাকায় এসে তিনি সাতক্ষীরা যান। সেখানে জলবায়ু ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। সেখানে সুন্দরবন ভ্রমণও করেন তিনি।

এর আগে ২০১৭ সালে বাংলাদেশ সফরে এসেছিলেন ডেনমার্কের রাজকুমারী ম্যারি।

বাংলাদেশ সময়: ০৯৪৭ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২১
টি আর/এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।