ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

প্রসূতি মায়ের অপারেশন করতে গিয়ে নবজাতকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০:১৪, এপ্রিল ২৮, ২০২২
প্রসূতি মায়ের অপারেশন করতে গিয়ে নবজাতকের মৃত্যু

বান্দরবান: বান্দরবান সদর হাসপাতালে এক প্রসূতি মায়ের অপারেশন করতে গিয়ে নবজাতক মৃত্যু ঘটেছে। পরিবারের দাবি চিকিৎসকের অবহেলার কারণে এই নবজাতকের মৃত্যু হয়েছে।

বুধবার (২৭ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, বান্দরবান পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড এর হাফেজঘোনা এলাকার বাসিন্দার পিঙ্কি আক্তারের প্রসব যন্ত্রণা শুরু হলে তাকে মঙ্গলবার (২৬ এপ্রিল) রাতে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি হয়। পরে হাসপাতালের চিকিৎসক পিঙ্কি আক্তারকে সিজার করার অপারেশনের পরামর্শ দেন। পরিবার এবং চিকিৎসক উভয়ের সম্মতিতে বুধবার (২৭ এপ্রিল ) বিকেলে তাকে অপারেশন রুমে নেওয়া হয়। পরে প্রসূতি পিঙ্কি আক্তারের শারীরিক অবস্থা ভালো না থাকাসহ বিভিন্ন সমস্যা দেখা দেওয়ার পরিপ্রেক্ষিতে তাকে সিজার না করে ডাক্তার বিশেষ ব্যবস্থার মাধ্যমে নবজাতকটিকে বের করার চেষ্টা করে। এদিকে নবজাতককে বের করতে গিয়ে তার চোখ ফেটে প্রচুর রক্তক্ষরণ হয় এবং নবজাতকটির অপারেশন রুমেই মৃত্যু হয়।

এদিকে অপারেশন করার পর তার পরিবারের সদস্যদের হাতে মৃত নবজাতকটিকে তুলে দিয়ে নার্স ও চিকিৎসকেরা কোন কথা না বলে দ্রুত সরে গেলে হাসপাতালে শোরগোল শুরু হয়ে যায়।

নবজাতকের বাবা রাজ মিস্ত্রী মাহাবুব আলম (২১) বলেন, চিকিৎসকের অসতর্কতায় আমার নবজাতকের মৃত্যু হয়েছে। এটি কোন দুর্ঘটনা নয়, তাদের গাফিলতির কারণে এ মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, আমি আমার নবজাতক হত্যার বিচার চাই।

এদিকে বান্দরবানের সিভিল সার্জন ডা. নিহার রঞ্জন নন্দী জানান, চিকিৎসকের অবহেলায় নয়, শিশুটি মায়ের পেটেই মৃত ছিল, তাই মাকে প্রাণে বাঁচানোর জন্য বিশেষ ব্যবস্থায় বিশেষজ্ঞ চিকিৎসক এই অপারেশন করেছে। এখানে চিকিৎসার কোন ত্রুটি নেই, বর্তমানে নবজাতকটি মারা গেলেও মা সুস্থ রয়েছে।

এদিকে ঘটনার পর রাত ১১ টায় সদর হাসপাতালে তাৎক্ষণিক পরিস্থিতি পরিদর্শনে যান বান্দরবানের জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজিসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এসময় জেলা প্রশাসক নবজাতকের অভিভাবক ও চিকিৎসকদের পরস্পর বিরোধী কথা শোনেন এবং ঘটনার সুষ্ঠু তদন্তে একটি কমিটি গঠন করা এবং দ্রুত তদন্ত রিপোর্ট প্রকাশ করে ব্যবস্থা নেওয়ায় আশ্বাস দেন।

বাংলাদেশ সময়: ১০১১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।