ঢাকা, শনিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

অতিরিক্ত যাত্রী, বাংলাবাজার ঘাটে  ৪ স্পিডবোট জব্দ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
অতিরিক্ত যাত্রী, বাংলাবাজার ঘাটে  ৪ স্পিডবোট জব্দ 

মাদারীপুর: অতিরিক্ত যাত্রী বহন করার দায়ে শিবচরের বাংলাবাজার ঘাটে ৪টি স্পিডবোট জব্দ করেছেন ভ্রাম্যমান আদালত।

বৃহস্পতিবার (২৮ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম. রাকিবুল হাসানের নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের টিম স্পিডবোট ঘাটে অভিযান চালান।

এ সময় শিমুলিয়া থেকে স্পিডবোটে ধারণ ক্ষমতার বেশি যাত্রী নিয়ে আসার কারণে ৪টি স্পিডবোট জব্দ করে চলাচল বন্ধ করেন ভ্রাম্যমান আদালত।  

শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসাদুজ্জামান বলেন, আমরা বাংলাবাজার ঘাটে স্পিডবোটে অতিরিক্ত যাত্রী বোঝাইয়ের খবর পেয়ে একটি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ঘটনার সত্যতা পাই। পরে সেখান থেকে চালকসহ ৪টি স্পিডবোট জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের এই অভিযান অব্যাহত রাখা হবে।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২২
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।