ঢাকা, শনিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৮ মে ২০২৪, ০৯ জিলকদ ১৪৪৫

জাতীয়

দস্যু মহসিন আগ্নেয়াস্ত্রসহ আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
দস্যু মহসিন আগ্নেয়াস্ত্রসহ আটক

ভোলা: ভোলার মেঘনার ত্রাস দস্যু ‘মহসিন বাহিনীর’ প্রধান মহসিনসহ তার এক সহযোগীকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে র‌্যাব-৮।

শনিবার (৩০ এপ্রিল) দুপুর ১টার দিকে বরিশাল বন্দর থানার নরকাঠি এলাকা থেকে তাদের আটক করা হয়।

এ সময় একটি দুই নালা বন্দুক, একটি ওয়ান শুটার গান, একটি পিস্তলসহ বেশকিছু দেশীয় অস্ত্র জব্দ করা হয়েছে।

আটকরা হলেন, বাহিনী প্রধান মহসিন ও জাকির কাজি  জাহাঙ্গির। তাদের বাড়ি ভোলার দৌলতখান উপজেলায়।

বরিশাল র‌্যাব-৮ এর উপ-পরিচালক মেজর জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।

বিজ্ঞপ্তিতে আরও জানায়, দস্যু মহসিন ও তার সহযোগীরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল অভিযান চালায়। এ সময় দুই সহযোগীসহ বাহিনী প্রধান মহসীনকে আটক করে র‌্যাব। মহসিনের বিরুদ্ধে ডাকাতি ও অস্ত্রসহ ১৪টি মামলা রয়েছে। এ ঘটনায় বরিশাল বন্দর থানায় অস্ত্র ও ডাকাতির প্রস্তুতির পৃথক দুটি মামলা দায়ের করেছে র‌্যাব।

বাংলাদেশ সময়: ১৯১৬ এপ্রিল ২০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।