ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়ায় ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
দৌলতদিয়ায় ট্রাকচাপায় পোশাক শ্রমিক নিহত

রাজবাড়ী: রাজবাড়ীর দৌলতদিয়ায় বাংলাদেশ হ্যাচারির সামনে ট্রাকচাপায় মো. শহিদুল ইসলাম (৫০) নামে পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন।

শনিবার (৩০ এপ্রিল) বিকেল ৫টার দিকে এ দুঘটনা ঘটে।

 

নিহত শহিদুলের সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে জানা গেছে, তিনি ঢাকার মিরপুর এলাকার আগামী ফ্যাশনস লিমিটেডের একজন কর্মী।

বাগেরহাট জেলার রামপাল উপজেলার চন্দ্রখালী গ্রামে শহিদুলের বাড়ি।

আহলাদীপুর হাইওয়ে থানার সার্জেন্ট জয়ন্ত সরকার বাংলানিউজকে জানান, বিকেলে দৌলতদিয়া ঘাট থেকে গোয়ালন্দ মোড়গামী মোটরসাইকেলকে চাপা দেয় একটি ট্রাক। এতে ঘটনাস্থলেই নিহত হন মোটরসাইকেল আরোহী শহিদুল। ঘাতক ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে চালক পলাতক রয়েছেন।

নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১৯৪২  ঘণ্টা, এপ্রিল ৩০, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।