ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

মান্দায় মা-ছেলের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:২৬, মে ১, ২০২২
মান্দায় মা-ছেলের মরদেহ উদ্ধার

নওগাঁ: নওগাঁর মান্দা উপজেলার গনেশপুর গ্রাম থেকে মা আমেনা খাতুন (২৩) ও ছেলে আমির হামজার (৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

এ ঘটনায় জড়িত সন্দেহে আমেনার শাশুড়ি এজেদা বেগমকে আটক করেছে পুলিশ।

রোববার (১ মে) সকালে তাদের মরদেহ উদ্ধার করে মান্দা থানা পুলিশ। নিহতরা হলেন- গনেশপুর গ্রামের ময়েন উদ্দিনের স্ত্রী আমেনা খাতুন
ও ছেলে আমির হামজা।  

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন জানান, গতকাল সন্ধ্যাতেই মা-ছেলে রাতের খাওয়া শেষে ঘুমিয়ে পড়েন। স্বামী ময়েন উদ্দিন অন্য ঘরে ঘুমিয়ে পড়েন। ভোর রাতে অনেক ডাকাডাকিতেও সাড়া না দিলে বাড়ির লোকজন দরজা ভেঙে ভেতরে ঢুকে মা ও ছেলের মরদেহ দেখতে পায়। এরপর থানায় খবর দিলে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। তবে মৃত্যুর কারণ এখনও নিশ্চিত হওয়া যায়নি।

ওসি আরও জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নওগাঁ আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, মে ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ