ঢাকা, সোমবার, ২৯ বৈশাখ ১৪৩২, ১২ মে ২০২৫, ১৪ জিলকদ ১৪৪৬

জাতীয়

লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৩, মে ১, ২০২২
লাকসামে ট্রেনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার লাকসামে নোয়াখালী এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে ইমরান হোসেন (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১ মে) সকাল ৭টা ১০ মিনিটে লাকসাম পৌরসভার সামনে এ ঘটনা ঘটে।

নিহত ইমরান নোয়াখালী জেলার মাইজদী সোনাপুর এলাকার লুৎফুর রহমানের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন লাকসাম রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন খন্দকার।  

তিনি জানান, ঢাকা থেকে নোয়াখালীগামী নোয়াখালী এক্সপ্রেস ট্রেন সকাল ৭টায় লাকসাম জংশন অতিক্রম করে। কিছুক্ষণ পরে খবর আসে এক যুবক ট্রেনের ছাদ থেকে পড়ে মারা গেছেন। তিনি ঈদের ছুটিতে ঢাকা থেকে বাড়ি যাচ্ছিলেন।

তিনি আরও বলেন, আমরা ধারণা করছি ওই যুবক ট্রেনের ছাদে উঠে ঘুমিয়ে পড়েছিলেন। তিনি ঢাকার একটি ওয়ার্কশপে কাজ করতেন। ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার পথে এ ঘটনা ঘটে। মরদেহ থানায় রাখা হয়েছে। আইনি কার্যক্রম শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, মে ০১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।