ঢাকা, রবিবার, ১৪ আশ্বিন ১৪৩১, ২৯ সেপ্টেম্বর ২০২৪, ২৫ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মে দিবসের প্রথম প্রহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ১, ২০২২
মে দিবসের প্রথম প্রহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

মেহেরপুর: মহান মে দিবসের প্রথম প্রহরেই নির্মাণাধীন ঘরের ছাদ থেকে প্লেনশিট নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত হয়েছেন লাল্টু হোসেন (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক।

রোববার (১ মে) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহত লাল্টু হোসেন গাংনী উপজেলা মহিলা কলেজপাড়া এলাকার বিল্লাল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন গাড়ি চালক। তবে মাঝে মধ্যে নির্মাণ শ্রমিক হিসেবেও কাজ করেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, গাংনী ঈদগাহপাড়া এলাকায় জাকির হোসেনের নির্মাণাধীন বাড়ির ছাদের ওপর থেকে ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন লাল্টু হোসেন। এসময় তিনি নির্মাণ কাজে ব্যবহৃতে একটি প্লেনশিট ছাদের উপর থেকে নিচে নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে জখম হন। সেখান থেকে তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

লাল্টু হোসেন মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়ন গাংনী শাখার লাইন সম্পাদক মোহা. ঠান্ডু হোসেনের ছোট ভাই।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, মে ০১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।