ঢাকা, সোমবার, ২০ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

অভিযান শেষ না হতেই আগেই আবারও দখল ফুটপাত

ডিস্ট্রিক্ট করেসনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, মে ১, ২০২২
অভিযান শেষ না হতেই আগেই আবারও দখল ফুটপাত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পৌর এলাকায় দখল মুক্ত অভিযান পরিচালিত হয়েছে। এতে বেশকিছু ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হলেও মাত্র ৫ মিনিটের আগেই অভিযান শেষ হওয়ার আগেই আবারও দখল হয়ে যায়।

রোববার (০১ মে) দিনব্যাপী বকশীগঞ্জ পৌর এলাকায় এ অভিযান পরিচালিত হয়। এ সময় জরিমানা করা হয় ১৫ হাজার টাকাও।

স্থানীয়রা জানায়, বকশীগঞ্জ মুল সড়ক বাসস্ট্যান্ড থেকে মধ্য বাজার এলাকায় বিকেল থেকে মধ্যরাত পর্যন্ত রাস্তা দু’পাশে বসে অস্থায়ী দোকান। ফলে এ রাস্তায় সব সময় যানজট লেগেই থাকে। যানজট নিরসনে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনমুন জাহান লিজা নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

এ সময় বেশি দামে মাংস বিক্রির দায়ে ৫ হাজার টাকা ও দোকান অপরিচ্ছন্ন রাখায় মানিক স্টোর ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পাশাপাশি বাসস্ট্যান্ড এলাকা থেকে মধ্য বাজার পর্যন্ত রাস্তায় ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। উচ্ছেদ অভিযান শেষ হওয়ার আগেই ইউএনও চলে যাওয়া সঙ্গে সঙ্গে দোকান গুলি আবার স্থাপন করা হয়।

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মে ০১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।