ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, মে ২, ২০২২
সিলেটে ঈদুল ফিতরের জামাত কখন কোথায়

সিলেট: সিলেটে পবিত্র ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে। সেই সঙ্গে নগরের বিভিন্ন ঈদগাহ ও মসজিদে ঈদ জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (২ মে) সকাল সাড়ে ৮টায় সিলেটে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে নগরের ঐতিহাসিক শাহী ঈদগাহ ময়দানে।

জামাতে খুতবা ও ইমামতি করবেন শেখ বাড়ি জামিয়ার মুহতামিম, শায়খুল হাদিস মুফতি মোহাম্মদ রশিদুর রহমান ফারুক বর্ণভী-পীর সাহেব বরুণা।

হযরত শাহজালাল (র.) দরগাহ মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সিলেট সরকারি আলীয়া মাদরাসা মাঠে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। মুসল্লিদের যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছেন আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের অধ্যাপক মাওলানা সৈয়দ মুহাম্মদ একরামুল হক ও সেক্রেটারি হাফিজ মাওলানা মিফতাহুদ্দীন আহমদ। জামাতে ইমামতি করবেন মাওলানা আব্দুস সালাম-আল মাদানী। জামাতে মহিলাদের জন্য বিশেষ ব্যবস্থা রয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ।

বন্দরবাজারের কুদরত উল্লাহ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের ৩টি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল সাড়ে ৭টায়, দ্বিতীয় জামাত সকাল সাড়ে ৮টায় ও তৃতীয় জামাত সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে।

বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদে ঈদ জামাত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনের মাঠে সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।
 
রিকাবীবাজারের মধুশহীদ জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

তেলিহাওর জামে মসজিদে ঈদ জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

মদিনা মার্কেট পয়েন্টের মদিনা মার্কেট জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল সাড়ে ৮টায় অনুষ্ঠিত হবে।

সিলেট শহরতলীর টুকেরবাজার শাহী ঈদগাহে ঈদের জামাত হবে সকাল ৯টায়।

দক্ষিণ সুরমার গোপশহর শাহী ঈদগাহ এ পবিত্র ঈদুল ফিতরের জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

নগরীর আখালিয়া তপোবন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৯টায়।

ছাতকের ভাতগাও ইউনিয়নের ঝিগলী শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়।

বিয়ানীবাজারের ৪ নম্বর শেওলা ইউনিয়নের বালিঙ্গা শাহী ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, মে ০২, ২০২২
এনইউ/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।