ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাসপাতালে ভর্তি রোগীদের ঈদ উপহার দিলেন মেয়র রেজাউল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০২ ঘণ্টা, মে ৩, ২০২২
হাসপাতালে ভর্তি রোগীদের ঈদ উপহার দিলেন মেয়র রেজাউল

লালমনিরহাট: ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে হাসপাতালে ভর্তি রোগীদের হাতে ঈদ উপহার তুলে দিয়েছেন লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন।

সোমবার (২ মে) রাতে নিজ হাতে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি সব রোগীর হাতে নতুন কাপড় তুলে দেন তিনি।

জানা গেছে, মঙ্গলবার (৩ মে) উদযাপিত হতে যাচ্ছে পবিত্র ঈদুল ফিতর। ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে অনেকেই অনেক ধরনের উদ্যোগ গ্রহণ করেন। শারীরিক বিভিন্ন সমস্যায় অনেকের ঈদ কাটে হাসপাতালে বেডে। অসুস্থ হলেও ঈদে নতুন পোশাক পরতে সবার ইচ্ছা জাগে। চিকিৎসাধীন রোগীদের জন্য সরকারিভাবে ঈদের দিন উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। কিন্তু নতুন কাপড় পরার ইচ্ছা অপূর্ণ থেকে যায়।

তাই চিকিৎসাধীন রোগীদের মুখে হাসি ফুটাতে ও ঈদ আনন্দ বিলিয়ে দিতে রোগীদের হাতে ঈদ উপহার তুলে দিতে রাতে লালমনিরহাট সদর হাসপাতালে যান মেয়র রেজাউল করিম স্বপন। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে নিজ হাতে ঈদ উপহার হিসেবে নতুন কাপড় শাড়ি-লুঙ্গি তুলে দেন মেয়র। মেয়রের ঈদ উপহার পেয়ে কষ্টের মধ্যেও হাসি ফুটেছে হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের মধ্যে। প্রায় একশ জনকে এ উপহার দেন মেয়র।

লালমনিরহাট পৌর মেয়র রেজাউল করিম স্বপন বাংলানিউজকে বলেন, পৌরসভা এলাকার হাসপাতালে চিকিৎসাধীন সব রোগী আমার মেহমান। তারা অসুস্থতার কারণে চিকিৎসা নিতে আমাদের হাসপাতালে ভর্তি হয়েছেন। রাত পোহালে ঈদ। সবাই নতুন কাপড় পরে ঈদের মাঠে যাবেন। রোগীরা হয়তো ঈদের মাঠে যেতে পারবেন না। তাই বলে তো পুরাতন কাপড়ে থাকতে পারেন না। মূলত ঈদের আনন্দ সবার মধ্যে বিলিয়ে দিতে মেয়র হিসেবে এটা আমার ক্ষুদ্র উপহার। তারা গ্রহণ করে আমাকে কৃতার্থ করেছেন।

বাংলাদেশ সময়: ০১০০ ঘণ্টা, মে ০৩, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।