ঢাকা, রবিবার, ২২ বৈশাখ ১৪৩১, ০৫ মে ২০২৪, ২৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মিঠামইনে নদীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৪ ঘণ্টা, মে ৩, ২০২২
মিঠামইনে নদীতে নিখোঁজ ব্যবসায়ীর মরদেহ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে নিখোঁজ হামিদুল ইসলাম (৪৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে।  

সোমবার (০২ মে) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার  চারিগ্রাম ফেরিঘাট এলাকা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

 

এর আগে রোববার (০১ মে) দুপুরে জালসহ কাটা নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে নিখোঁজ হন হামিদুল ইসলাম।  

তার বাড়ি উপজেলার ঢাকী ইউনিয়নের চারিগ্রাম নোয়াহাটি গ্রামে। তিনি সিলেটে লেপ-তোষকের ব্যবসা করতেন।  

স্থানীয় সূত্রে জানা যায়, ঈদ করতে ব্যবসায়ী হামিদুল ইসলাম গ্রামের বাড়ি আসেন। রোববার (০১ মে) দুপুরে জাল নিয়ে মাছ ধরতে বাড়ির পাশের কাটা নদীতে যান তিনি। এসময় নদীর স্রোতে জালসহ নদীর পানিতে তলিয়ে গেলে পরিবারের লোকজন তাকে খোঁজাখুঁজি শুরু করেন। অনেক খুঁজেও না পেয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে কিশোরগঞ্জ থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করে। কিন্তু ওইদিন আর তার কোনো খোঁজ পাওয়া যায়নি। সোমবার (০২ মে) পরিবারের লোকজন আবার খোঁজাখুঁজি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে চারিগ্রাম ফেরিঘাট এলাকায় নদীতে তার মরদেহ পাওয়া যায়।  

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রব্বানী বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।  

বাংলাদেশ সময়: ০৮০১ ঘণ্টা, মে ৩, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।