ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ঈদের দিনে দুর্ঘটনায় ঝরলো ২৭ প্রাণ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, মে ৩, ২০২২
ঈদের দিনে দুর্ঘটনায় ঝরলো ২৭ প্রাণ ফাইল ছবি

ঢাকা: পবিত্র ঈদুল ফিতরের দিন ১৪ জেলায় পৃথক দুর্ঘটনায় ২৭ জন নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন আরও ৪৫ জন।

মঙ্গলবার (০৩ মে) নান্দাইল সড়ক দুর্ঘটনায় ৩ জন, গাজীপুরে ৫ জন, আড়াইহাজারে ১ জন, কুমিল্লায় ৩ জন, মানিকগঞ্জে ১ জন, সিরাজগঞ্জে ২ জন, গাইবান্ধায় ১ জন, ধনবাড়িতে ২ জন ও বজ্রপাতে ৩ জন, বরগুনায় বজ্রপাতে ১ জন, নোয়াখালীতে ১ জন, আজমিরীগঞ্জে ১ জন, আখাউড়ায় ১ জন ও ডিমলায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু হয়েছে।

বাংলানিউজের ডিস্ট্রিক্ট ও স্টাফ করেসপন্ডেন্টদের পাঠানো খবর:-

ময়মনসিংহ: ময়মনসিংহের নান্দাইল উপজেলায় বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট এবং সড়ক দুর্ঘটনায় তিন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (৩ মে) মধ্যরাত থেকে ঈদের দিন সকাল পর্যন্ত উপজেলার বিভিন্ন এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- উপজেলার জাহাঙ্গীরপুর ইউনিয়নের বাতুয়াদি কুড়েরপাড় গ্রামের আ. মালেক মাস্টারের ছেলে আল মামুন (২৫)। একই উপজেলার আচাঁরগাও ইউনিয়নের সুতারাটিয়া গ্রামের বাবুল মিয়ার ছেলে দ্বীন ইসলাম (২৪) ও ইউনিয়নের চরশ্রীরামপুর গ্রামের মৃত আ. ছামাদের ছেলে জাকারিয়া মিয়া (২০)। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান আকন্দ এ তথ্য নিশ্চিত করেছেন।

টাঙ্গাইল: টাঙ্গাইলের ধনবাড়িতে ঈদের আনন্দ করতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হয়ে দুর্ঘটনায় স্কুলপড়ুয়া দুই বন্ধুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও একজন। বিকেলে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার কুইচামারা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- ধনবাড়ি উপজেলার যদুনাথপুর ইউনিয়নের শ্রীহরিপুর গ্রামের আব্দুর রহিমের ছেলে রিপন ওরফে আল আমিন (১৬) ও একই গ্রামের আব্দুল আছর উদ্দিনের ছেলে রিপন (১৬)। এসময় আহত হয়েছে আমিনুল ইসলাম (১৪)। ধনবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) ইআর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, কালিহাতী উপজেলায় ঈদের নামাজে যাওয়ার আগে গোসল করতে গিয়ে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ তিনজন মারা গেছেন। সকালে উপজেলার দশকিয়া ইউনিয়নের হাতিয়া এলাকায় নদীর পাড়ে এ দুর্ঘটনা ঘটে। নদীতে গোসল করতে গিয়ে প্রাণ হারিয়েছেন তারা। দশকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মালেক ভুইয়া বিষয়টি নিশ্চিত করেন।

জয়পুরহাট: জয়পুরহাটের কালাই উপজেলায় ঈদ আনন্দ করতে সারিয়াকান্দির প্রেম যমুনার ঘাটে যাওয়ার পথে ইঞ্জিনচালিত ভটভটি উল্টে ২০ শিক্ষার্থী আহত হয়েছে। দুপুরে উপজেলার পুনট ইউনিয়নের বাঁশের ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলো- শাকিল, রবিউল, মারুফ, রিজভী, সুমন, সোহেল রানা, কাইয়ুম, রাশেদুল, হাসিবুল, সাকলাইন, আতিকুল, ফারুক, ওমর, অপুর্ব, আলি, মহসিন। তারা প্রত্যেকেই কালাই পৌর শহরের দুরুঞ্জ নওয়াপাড়া মহল্লার বাসিন্দা ও উপজেলা সদরের বিভিন্ন স্কুলের ৭ম থেকে ১০ম শ্রেণির ছাত্র। কালাই থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।

নীলফামারী: নীলফামারীর ডিমলায় পৃথক ঘটনায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার উত্তর তিতপাড়া গ্রামের ফজলুল ইসলামের দেড় বছরের ছেলে ফাহিম এবং পাথরখুরা গ্রামের মিঠু ইসলামের তিন বছরের মেয়ে মাসুমা আকতার পানিতে ডুবে মারা যায়। ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঈদের দিন মোটরসাইকেল দুর্ঘটনায় ইকবাল হোসেন (২১) নাম এক ব্যক্তি নিহত হয়েছেন। সকালে উপজেলার বগাদী এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত ইকবাল উচিৎ পুরা ইউনিয়নের দাসিরদিয়া গ্রামের ইলিয়াসের ছেলে।  আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিচুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

কুমিল্লা: ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লায় অতিরিক্ত গতির কারণে সড়ক থেকে ছিটকে ৪০ হাত দূরের একটি গর্তে পড়ে প্রাইভেটকার। এ ঘটনায় প্রাইভেটকার চালক নিহত হন। বিকেল ৩টার দিকে মহাসড়কের চৌদ্দগ্রাম অংশের আমনগন্ডা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মঞ্জুরুল হক (৩৫)। তিনি বরিশাল সদর উপজেলার বাসিন্দা। পেশায় একজন প্রাইভেটকার চালক। চৌদ্দগ্রামের মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মঞ্জুরুল হক আকন্দ বিষয়টি নিশ্চিত করেছেন।

অপরদিকে, ভোর ৪টার দিকে কুমিল্লার চান্দিনা উপজেলার মাধাইয়া এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকারের ধাক্কায় দাঁড়িয়ে থাকা একটি অটোরিকশার যাত্রীসহ দু’জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন এক নারী। নিহতরা হলেন মাধাইয়া এলাকার সোহেল (২৫) ও নাজমা বেগম (৪৬)।  বিষয়টি নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে ফাঁড়ির ইনচার্জ মাসুদ আলম চৌধুরী।

মানিকগঞ্জ: মানিকগঞ্জের পৌর এলাকার বেউথা এলাকায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মহিদুর রহমান (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন। দুপুরে সদর উপজেলার বেউথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মহিদুর রহমান সদর উপজেলার সরুন্ডি এলাকার মফিজুল ইসলামের ছেলে। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসআই) বাবলু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

বরগুনা: বরগুনায় ঈদের নামাজের জন্য ওজু-গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মেহেদী হাসান (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুরে বিষয়টি নিশ্চিত করেন বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ।

গাইবান্ধা: বেপরোয়া গতিতে বাইক চালাতে গিয়ে চাকা পিছলে আহসান হাবীব (২২) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। দুপুর ১২টার দিকে দারিয়াপুর-গাইবান্ধা সড়কে স্থানীয় একটি মোটরসাইকেল ম্যাকানিকের দোকানের সামনে এ দুর্ঘটনা ঘটে। আহসান সদর উপজেলার দক্ষিণ গিদারী গ্রামের ফকিরটারী এলাকার আঞ্জু ডাক্তারের ছেলে। গাইবান্ধা সদর থানার দায়িত্বরত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) বাপ্পী মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

হবিগঞ্জ: হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীতে গোসল করার সময় বজ্রপাতে শাহজাহান মিয়া (৬৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। একই সময় হাওরে গরু চড়ানোর সময় বজ্রপাতে আরেকজন আহত হন। সকালের দিকে পৃথক এ ঘটনা ঘটে। মৃত শাহজাহান আজমিরীগঞ্জ সদর ইউনিয়নের নোয়ানগর গ্রামের বাসিন্দা। আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা সালেহা সুমী বিষয়টি নিশ্চিত করেন।

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাবার কবর জিয়ারতরত অবস্থায় বজ্রপাতে রনি মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সকাল সাড়ে ৯টার দিকে পৌর এলাকার দুর্গাপুরে এ দুর্ঘটনা ঘটে। রনি একই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক শ্যামল রায় বিষয়টি নিশ্চিত করেন।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে পৃথক ঘটনায় ব্যাটারিচালিত ইজিবাইকচাপায় দুই শিশুর মৃত্যু হয়েছে। বিকেলে চৌহালী উপজেলার খাষপুকুরিয়া ইউনিয়নের কোদালিয়া বাজার ও সন্ধ্যায় কামারখন্দ উপজেলার কামারখন্দ-উল্লাপাড়া আঞ্চলিক সড়কে এসব দুর্ঘটনা ঘটে। নিহত ফারহান (৫) চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার মো. সজিবের ছেলে ও শ্রাবন্তী (৪) কামারখন্দ উপজেলার শাহবাজপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে। চৌহালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুনুর রশিদ ও কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুল্লাহ বিষয়টি নিশ্চিত করেন।

অপরদিকে, ঈদের দিনে ফাঁকা রাস্তায় বেপরোয়া মোটরসাইকেল ড্রাইভিংয়ে সিরাজগঞ্জে একাধিক দুর্ঘটনার খবর পাওয়া গেছে। এতে দুইজন নিহত ও অন্তত ২০ জন আহত হয়েছেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কে তাড়াশ উপজেলার মহিষলুটি, ৬টার দিকে একই মহাসড়কের সলঙ্গা থানাধীন রামারচর, সন্ধ্যা ৭টার দিকে তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের বেরখালী, বিকেল সাড়ে ৫টার দিকে একই সড়কের বরইচড়া এবং বিকেল ৪টার দিকে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কে সদর উপজেলার বনবাড়িয়া এলাকায় এসব দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতরা হলেন- তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের বড়ইচড়া গ্রামের আবু বক্কারের ছেলে মেহেদী হাসান (১৭) ও মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের মোজাহার হোসেনের ছেলে শাকিল আহমেদ (১২)।  

আহতদের মধ্যে তাড়াশ উপজেলার রাকিব হোসেন (১৭), রনি আহমেদ (১৬), উজ্জ্বল (১৯), শহিদুল ইসলাম (১৮), গোলাম হোসেন (১৪), রায়হান আলী (৪০), জিম আহমেদ (১৮), রাকিব হোসেন (২৫) ও রায়গঞ্জের ভুঁইয়াগাতী গ্রামের রবিউল ইসলাম (৩৪)। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়াও সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে আরও অন্তত ৭/৮ জন ভর্তি রয়েছেন। দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।  তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার বয়ারচর ইউনিয়নে বজ্রপাতে মো. জিহাদ হোসেন (৯) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন সাথি আক্তার (১২) ও নাদিয়া আক্তার (৫) নামের আরো দুই শিশু। দুপুর সাড়ে ১২টার দিকে পূর্ব নবীপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ হোসেন ওই গ্রামের সাহেদ উদ্দিনের ছেলে। আহতরা হলো, একই গ্রামের আকরাম হোসেনের মেয়ে সাথি আক্তার ও আকবর হোসেনের মেয়ে নাদিয়া আক্তার। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন।  মঙ্গলবার (৩ মে) বিকেলে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত পাঁচজনের মধ্যে চার হলেন- কুড়িগ্রামের উলিপুর থানার সাদুল্লা হাজীপাড়া এলাকার মৃত. আলতাফ হোসেনের স্ত্রী রেনু বেগম (৫০), গাজীপুর সিটি করপোরেশনের দক্ষিণ সালনা এলাকার রমিজ উদ্দিনের ছেলে হোসেন (৪৫), জামালপুরের দেওয়ানগঞ্জ থানার সানন্দবাড়ী এলাকার সাথী বেগম (২১) ও তার স্বামী শফিক (২৮) এবং  একজনের নাম-পরিচয় জানা যায়নি।  

সালনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন বাংলানিউজকে সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, এনা পরিবহনের একটি বাস টাঙ্গাইলের দিকে যাচ্ছিল। আর সফিপুর ফ্লাইওভারের পূর্ব পাশে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সড়কের বাম দিকে যাচ্ছিল। এ সময় বাসটি অটোরিকশাটিকে চাপা দেয়। এতে এক যাত্রী ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা গুরুতর আহত চারজনকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ০৩, ২০২২/আপডেট: ০৮৩১ ঘণ্টা
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।