ঢাকা, বুধবার, ১৯ আষাঢ় ১৪৩১, ০৩ জুলাই ২০২৪, ২৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রাস্তায় পড়েছিল মাথা থেঁতলে যাওয়া যুবকের মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, মে ৬, ২০২২
রাস্তায় পড়েছিল মাথা থেঁতলে যাওয়া যুবকের মরদেহ

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের রায়গঞ্জের আঞ্চলিক সড়ক থেকে মাথা থেঁতলে যাওয়া অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। কোনো যানবাহন চাপায় যুবকের মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ।

 

বৃহস্পতিবার (৫ মে) দুপুরে সিমলা-রানীরহাট আঞ্চলিক সড়কে উপজেলার ধামাইনগর ইউনিয়নের উত্তর ফরিদপুর চৌরাস্তার পাগলা চড়া এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।  

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে পাগলা চড়া এলাকায় ওই যুবকের মরদেহ থেকে স্থানীয় গ্রাম পুলিশ থানায় খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। তার মাথা থেতলে গেছে। ধারণা করা হচ্ছে কোনো এক গাড়ি চাপায় তার মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত তার পরিচয় পাওয়া যায়নি। নিহত যুবকের গায়ের রঙ শ্যামলা। পরনে নীল রঙের চেক পাঞ্জাবী ও কালো স্ট্রাইপের ফুলপ্যান্ট রয়েছে।

তার মরদেহ সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।  

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, মে ৫, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।