ঢাকা, মঙ্গলবার, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১, ২১ মে ২০২৪, ১২ জিলকদ ১৪৪৫

জাতীয়

ঈদ শেষে ফেরার পথেও যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৮ ঘণ্টা, মে ৮, ২০২২
ঈদ শেষে ফেরার পথেও যানজট নেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে

নারায়ণগঞ্জ: পরিবার পরিজনের সঙ্গে ঈদ-উল-ফিতরের ছুটি কাটিয়ে ঢাকা ও নারায়ণগঞ্জে ফিরতে শুরু করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন। ছুটি শেষে অফিস, কল-কারখানা খুলতে শুরু করায় কর্মস্থলে যোগ দিতে শহরমুখী হচ্ছেন তারা।

এদিকে ফিরতি পথে বিগত বছরগুলোর মত এবার তেমন ভোগান্তি পোহাতে হয়নি বলে স্বস্তি প্রকাশ করেছেন যাত্রীরা।

শনিবার (৭ মে) শহরের ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক এলাকা ঘুরে এ দৃশ্য দেখা গেছে।

যাত্রীরা জানায়, অন্যান্য বার রাস্তায় অনেক যানজট থাকে। গাড়ি পেতেও অনেক সমস্যা হয়। তবে এবার রাস্তায় তেমন কোন যানজট ছিল না। ফলে কর্মস্থলে ফিরতে তেমন কোন সমস্যা হয়নি।

পোশাক শ্রমিক কবির হোসেন জানান, রোববার থেকে কারখানা খোলা। তাই আজ ফিরে আসলাম। রাস্তায় তেমন কোন অসুবিধা হয় নি।

এদিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যানজট নিয়ন্ত্রণে হাইওয়ে পুলিশের ব্যাপক নজরদারি লক্ষ করা গেছে।

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, যানজট নিরসনে আমরা কাজ করে যাচ্ছি। এখন পর্যন্ত মানুষজন বিনা যানজটেই যাতায়াত করছে।

বাংলাদেশ সময়: ০৮১৭ ঘণ্টা, মে ৮, ২০২২
এমআরপি/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।