ঢাকা, রবিবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৯ মে ২০২৪, ১০ জিলকদ ১৪৪৫

জাতীয়

আশুগঞ্জে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, মে ১০, ২০২২
আশুগঞ্জে পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে নিহত ২

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার পৃথক স্থানে ট্রেনে কাটা পড়ে দু’জন নিহত হয়েছেন।

মঙ্গলবার (১০ মে) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার আলমগর ও যাত্রাপুর এলাকায় এ দু’টি ঘটনা ঘটে।

 

নিহতদের মধ্যে একজনের নাম কাইয়ুম (৫৫)। তার বাড়ি সিলেটের জগন্নাথপুরে। তিনি একজন ধান কাটার শ্রমিক। তবে নিহত অপরজনের নাম পরিচয় জানা যায়নি। তার বয়স আনুমানিক ২৫ বছর।  

ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) সালাউদ্দিন খান নোমান জানান, সকালে যাত্রাপুর এলাকায় রেললাইন পার হতে গিয়ে চট্টগ্রামগামী মহানগর প্রভাতি ট্রেনে কাটা পড়ে এক যুবক নিহত হন। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে আলমনগর এলাকায় একইভাবে ট্রেনে কাটা পড়ে কাইয়ুম নামের এক ব্যক্তি নিহত হন। খবর পেয়ে দুপুরে দু’জনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মে ১০, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।