ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কালশী মোড়ে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০২ ঘণ্টা, মে ১৯, ২০২৪
কালশী মোড়ে অটোরিকশাচালকদের সড়ক অবরোধ ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর কালশী মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন ব্যাটারিচালিত অটোরিকশা ও ইজিবাইকচালকরা। সড়কে ব্যাটারিচালিত রিকশা আটকানো ও ডাম্পিংয়ে দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করছেন তারা।

রোববার (১৯ মে) সকাল ১০টার দিকে মিরপুর ১০ ও ১১ নম্বর সড়কে বিক্ষোভ শুরু করেন তারা। এতে মিরপুর ১০, ১১ ও ১২ নম্বরে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরে কালশী রোড অবরোধ করে আন্দোলনরত রিকশা চালকরা।

তাদের দাবি, কোনো শর্ত ছাড়াই রাস্তায় তাদের অটোরিকশা ও ইজিবাইক চালাতে দিতে হবে।

প্রত্যক্ষদর্শী তানভীর আলম জানান, আন্দোলনরত রিকশাচালকরা ইসিবি চত্বর থেকে কালশী মোড়ের দুই পাশের রাস্তায় যানবাহন চলাচল করতে দিচ্ছে না। তারা রাস্তা অবরোধ করে রেখেছে। রাস্তায় কোনো যানবাহন চলাচল করতে দেখলেই আন্দোলনকারীরা যানবাহনগুলোর ওপরে ইট-পাটকেল ছুঁড়ছে।

এ বিষয়ে পল্লবী জোনের এসি শহীদুল ইসলাম বলেন, ঘটনাস্থলে আছি, বিস্তারিত পরে জানাব।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ১৯ মে, ২০২৪
এমএমআই/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।