হবিগঞ্জ: হবিগঞ্জের বানিয়াচংয়ে পর্যটন কেন্দ্র লক্ষ্মী বাওড় জলাবন নিয়ে বিরোধের জেরে দাঙ্গার ঘটনায় উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা ইকবাল বাহার খানকে গ্রেফতার করেছে পুলিশ।
বুধবার (১১ মে) বিকেল ৪টায় তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে বানিয়াচং থানা পুলিশ।
বানিয়াচং-আজমিরীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার পলাশ রঞ্জন দে বাংলানিউজকে বলেন, লক্ষ্মী বাওড় জলাবন নিয়ে বিরোধের জেরে দাঙ্গার ঘটনায় একটি পুলিশ অ্যাসল্ট মামলাসহ দু’টি মামলার আসামি সাড়ে ছয়শ’ জনেরও বেশি। ইকবাল বাহার খান দু’টি মামলারই অন্যতম আসামি।
মঙ্গলবার দিনগত রাতে বানিয়াচং থানা পুলিশ সংশ্লিষ্ট থানা পুলিশের সঙ্গে মিলে রাজধানীর শেরে বাংলা নগর এলাকার চক্ষু হাসপাতালের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করে পর মঙ্গলবার আদালতে সোপর্দ করেছে।
পুলিশ জানায়, গত ৫ এপ্রিল লক্ষ্মী বাওড় জলাবনকে ঘিরে বিরোধের জেরে উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও জামায়াত নেতা ইকবাল বাহার খান এবং ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা হায়দারুজ্জামান খান ধন মিয়ার লোকদের মধ্যে সংঘর্ষ হয়। এতে পুলিশসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছিলেন। পরে ৪৫০ জনের বিরুদ্ধে একটি পুলিশ অ্যাসল্ট মামলা ও দেড় শতাধিক মানুষের বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করেন ইউপি চেয়ারম্যান ধন মিয়া।
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, মে ১১, ২০২২
এসআই