ঢাকা, বৃহস্পতিবার, ২৩ মাঘ ১৪৩১, ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ০৬ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে সাড়ে ১৪ হাজার লিটার তেল জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৬ ঘণ্টা, মে ১৪, ২০২২
সিলেটে সাড়ে ১৪ হাজার লিটার তেল জব্দ, ন্যায্যমূল্যে বিক্রি

সিলেট: সারা দেশের মতো সিলেটজুড়েও ভোজ্যতেলের কৃত্রিম সংকট চলছে। দোকানে পুরনো দামে কেনা তেল অধিক দামে বিক্রির জন্য মজুদ করে রেখেছেন ব্যবসায়ীরা।

ভোক্তা অধিকারের ধারাবাহিক অভিযানে গুদাম ও বাসা-বাড়ি থেকে একের পর এক মজুদকৃত তেল জব্দ করা হচ্ছে।

শনিবার (১৪ মে) সিলেট মহানগর ছাড়াও সুনামগঞ্জ ও মৌলভীবাজারে অভিযান চালিয়ে সাড়ে ১৪ হাজার লিটার তেল জব্দ করার পাশাপাশি জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পরিচালিত ভ্রাম্যমাণ আদালত।

অভিযানকালে দুপুরে নগরের দাঁড়িয়াপাড়ায় রসময় উচ্চ বিদ্যালয়ের পাশে জনপ্রিয় স্টোর নামের একটি দোকানের গুদাম থেকে ৩ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। জব্দকৃত সাড়ে ৩ হাজার লিটার সয়াবিন তেল ন্যায্যমূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করার পাশাপাশি ওই ব্যবসায়ীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সিলেট কার্যালয়ের সহকারী পরিচালক শ্যামল পুরকায়স্থ এসব তথ্য নিশ্চিত করে বলেন, জব্দকৃত তেল পূর্বের দামে ক্রেতাদের কাছে বিক্রি করা হয়েছে।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় পরিচালক মো. ফখরুল ইসলাম বাংলানিউজকে বলেন, শনিবার বিভাগের ৩ জেলায় সাড়ে ১৪ হাজার লিটার তেল জব্দ করে পূর্বের দামে বিক্রি করে দেওয়া হয়েছে। জব্দকৃত তেলের মধ্যে সিলেটে ৫ হাজার লিটার, এর মধ্যে দাঁড়িয়াপাড়ায় জনপ্রিয় স্টোর থেকে সাড়ে ৩ হাজার লিটার জব্দ করা হয়। কাজির বাজার ফটিক স্টোর থেকে ১২ লিটার তেল জব্দ করা হয়। মৌলভীবাজারের মুন্সীবাজার সালাহ উদ্দিন ট্রেডার্স থেকে ৯ হাজার ১৬৮ তেল জব্দ করে ওই প্রতিষ্ঠানকে এক লাখ টাকা জরিমানা করা হয়।

এছাড়া সুনামগঞ্জ পৌর শহরের ষোলঘর পয়েন্টের সাবেরি স্টোর নামক একটি দোকানে অভিযান চালিয়ে ৫০০ লিটার সয়াবিন তেল জব্দ ও দোকানিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে ভোজ্যতেল আগের দামে বিক্রি করা হয়। অভিযান পরিচালনা করেন সুনামগঞ্জ ভোক্তা অধিকারের সহকারী পরিচালক শফিকুল ইসলাম।

সয়াবিন তেল মজুদ ও অতিরিক্ত মূল্যে বিক্রির অভিযোগে গত ৮ মে থেকে সিলেটে অভিযান শুরু হয়। অভিযানে জব্দকৃত তেল ক্রেতাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রি করা হয় এবং মজুদকারীদের জরিমানা করে ভেক্তা অধিদপ্তর।

ঈদের পর থেকেই বেড়েছে সয়াবিন তেলের দাম। এ সুযোগকে কাজে লাগিয়ে সিলেটে সঙ্কট দেখা দিয়েছে তেলের। ব্যবসায়ীরা তেল মজুদ করে রাখছেন বলে অভিযোগ রয়েছে। অনেকে বিক্রি করছেন বেশি দামে।

বাংলাদেশ সময়: ১৮৩৩ ঘণ্টা, মে ১৪, ২০২২
এনইউ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।