ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

কাশিয়ানী নির্বাচন অফিসে আগুন,  পুড়ে গেছে কাগজপত্র

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৩ ঘণ্টা, মে ১৫, ২০২২
কাশিয়ানী নির্বাচন অফিসে আগুন,  পুড়ে গেছে কাগজপত্র

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা নির্বাচন অফিসে আগুন লে‌গে নিচতলার গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গে‌ছে।

রোববার (১৫ মে) ভো‌রে এ অগ্নিকাণ্ড ঘ‌টে।

জানা গেছে, প্রতিদিনের মতো অফিসের কাজ শেষ করে গত বৃহস্পতিবার উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তা ও কর্মচারীরা অফিসে তালা দিয়ে চলে যান। রোববার ভোরে স্থানীয়রা উপজেলা মসজিদে ফজরের নামাজ পড়ে বাসায় ফেরার পথে ওই অফিসের নিচতলায় আগুন জ্বলতে দেখেন। এসময় তারা খবর দিলে  সমবায় অফিসার আব্দুর রহমান তাৎক্ষণিকভাবে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানকে জানান। পরে ইউএনও ফোন করলে ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে আগুন নেভায়।

এ ব্যাপারে ইউএনও মো. মেহেদী হাসান জানান, আগুন লাগার কারণ এখনো  আমরা নিশ্চিত হতে পারিনি। ইভিএম মেশিনের ব্যাটারি থেকে বা ইলেকট্রিক শর্টসার্কিট থেকেও আগুন লাগতে পারে। ক্ষয়ক্ষতির বিষ‌য়ে জেলা নির্বাচন কর্মকর্তা আমাদের রিপোর্ট করবেন।

এদিকে খবর পেয়ে জেলা নির্বাচন কর্মকর্তা মো. ফয়জুল মোল্যা ঘটানাস্থলে আসেন। তিনি জানান, আগুনে অফিসের বেশ কিছু কাগজপত্র পুড়ে গেছে। দ্রুত আগুন নেভানোর কারণে অনেক গুরুত্বপূর্ণ কাগজপত্র ও মালপত্র রক্ষা পেয়েছে।  

তিনি আরও জানান, আগুন লাগার কারণ অনুসন্ধান করে দেখা হবে, এটি শুধুই দুর্ঘটনা কি না?

বাংলাদেশ সময়: ১০১৮ ঘণ্টা, মে ১৫, ২০২২
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।