ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

না.গঞ্জ ট্যুরিস্ট পুলিশের সম্বল ১৭ সদস্য ও ১ মোটরসাইকেল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২২
না.গঞ্জ ট্যুরিস্ট পুলিশের  সম্বল ১৭ সদস্য ও  ১ মোটরসাইকেল

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ জেলার দর্শনীয় স্থানগুলোতে  ভিড় বাড়লেও দর্শনার্থীরা নিরাপদ বোধ করছেন ট্যুরিস্ট পুলিশের তৎপরতায়। দেশের বিভিন্ন জেলার পাশাপাশি বিদেশি পর্যটকেরাও ছুটে আসছেন সোনারগাঁয়ের ঐতিহ্যবাহী  জাদুঘর ও পানাম সিটির সৌন্দর্য উপভোগ করতে।

ট্যুরিস্ট পুলিশ ইউনিটের অক্লান্ত পরিশ্রমে এসকল ট্যুরিস্ট স্পটের চেহারা পাল্টে গেলেও জানা যায়, স্বল্প জনবল ও সামর্থ্য নিয়েই সেবা দিয়ে যাচ্ছে নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশ। তবে এতে তাদের কাজের গতিতে ভাটা পড়েনি একটুও।

নারায়ণগঞ্জ জেলা ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ মো. গোলাম কিবরিয়া বলেন , ‘আমাদের ট্যুরিস্ট পুলিশ বিভাগে বর্তমানে ১৬ থেকে ১৭ জন সদস্য রয়েছে। আপাতত আমাদের একটি মোটরসাইকেল রয়েছে। আমরা এ নিয়েই আমাদের কার্যক্রম পরিচালনা করছি। ’

তিনি আরও ‍বলেন, ‘আমরা আপাতত নারায়ণগঞ্জের সোনারগাঁ জাদুঘর ও পানাম সিটি এলাকাতে ডিউটি পালন করছি। পরবর্তীতে যদি প্রয়োজন পড়ে এবং আমাদের সক্ষমতা বৃদ্ধি পায়, আমরা অন্যান্য এলাকাতেও আমাদের এ কার্যক্রম চালাবো। আপাতত আমরা আমাদের দর্শনার্থীদের সর্বোচ্চ নিরাপত্তা সেবা দিয়ে যাচ্ছি। আমাদের প্রধান কাজ ট্যুরিস্টদের নিরাপত্তা দেয়া। ’

দর্শনার্থীদের নারায়ণগঞ্জে ভ্রমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘আমরা আপনাদের সাথে আছি। আমরা আমাদের সেবার মান আরও উন্নত করার জন্য কাজ করে যাচ্ছি। ট্যুরিস্টদের নিরাপত্তার জন্য জেলা ট্যুরিস্ট পুলিশ সবসময় সচেষ্ট থাকবে। ’

বাংলাদেশ সময়: ১৮৫৪ ঘণ্টা, মে ১৬, ২০২২

ইআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।