ঢাকা, শুক্রবার, ১ কার্তিক ১৪৩২, ১৭ অক্টোবর ২০২৫, ২৪ রবিউস সানি ১৪৪৭

জাতীয়

ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:১২, মে ১৯, ২০২২
ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আর নেই সাংবাদিক এম এ আজিজ

ফরিদপুর: ফরিদপুরের সিনিয়র সাংবাদিক এম এ আজিজ আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

বুধবার (১৮ মে) দিনগত রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এম এ আজিজ দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত ছিলেন।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব, সহকর্মী ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।  

বৃহস্পতিবার (১৯ মে) বাদ যোহর ফরিদপুর সদর হাসপাতাল মসজিদে তাঁর জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে জেলা শহরের আলীপুর কবরস্থানে তাঁকে দাফন করা হবে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।  

সাংবাদিক এম এ আজিজ জাতীয় দৈনিক ভোরের ডাকসহ স্থানীয় বিভিন্ন পত্র-পত্রিকায় সুনামের সঙ্গে কাজ করেছেন। এছাড়া তিনি ফরিদপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদকসহ গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।

বাংলাদেশ সময়: ১২০৮ ঘণ্টা, মে ১৯, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।