ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

জাতীয়

বরগুনায় নছিমন উল্টে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৩ ঘণ্টা, মে ২০, ২০২২
বরগুনায় নছিমন উল্টে নিহত ১

বরগুনা: বরগুনায় নছিমন উল্টে সেলিম ঘরামী (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দু’জন।

 

বৃহস্পতিবার (১৯ মে) রাত ৮টার দিকে সদর উপজেলার ৮ নম্বর ইউনিয়নের পাজরাভাঙা এলাকায় বরগুনা-চালিতাতলী সড়কে এ দুর্ঘটনা ঘটে।  

প্রত্যক্ষদর্শীরা জানান, বরগুনা পৌর এলাকা থেকে পাজরাভাঙা গ্রামের দিকে যাচ্ছিল শ্যালো ইঞ্জিন চালিত একটি নছিমন। এসময় রাস্তার স্পিডব্রেকারে ধাক্কা খেয়ে নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি উল্টে পাশের মাঠে পড়ে যায়। এতে আহত হন নছিমনে থাকা সেলিম ঘরামীসহ তিনজন।  পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে নিলে চিকিৎসক সেলিমকে মৃত ঘোষণা করেন।  

নিহত সেলিম ঘরামী বালিয়াতলী ইউনিয়নের মাদারতলী গ্রামের বাসিন্দা।  

এছাড়া আহতদের মধ্যে রুস্তম আলীর নাম জানা গেছে। তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বরগুনা সদর হাসপাতালের সহকারী সার্জন ডা. শামসুদ্দোহা বলেন, হাসপাতালে আনার আগেই সেলিম ঘারামী মারা গেছেন।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৫২ ঘণ্টা, মে ২০, ২০২২
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।