ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

জাতীয়

২০২৩ সালের জুনেই ঢাকা থেকে ট্রেন যাবে কক্সবাজার

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫০, মে ২২, ২০২২
২০২৩ সালের জুনেই ঢাকা থেকে ট্রেন যাবে কক্সবাজার ফাইল ছবি

ঢাকা: আগামী বছরের (২০২৩ সাল) জুন মাসেই ঢাকা থেকে সাগরকন্যা কক্সবাজারে যাত্রীরা ট্রেনে করে যেতে পারবেন বলে জানিয়েছেন রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন।

রোববার (২২ মে) রেল ভবনে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলসেতুতে সিগন্যালিং ও টেলিযোগাযোগ ব্যবস্থার চুক্তিসই অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, আপনারা জেনে আনন্দিত হবেন যে, ২০২৩ সালের জুন মাসেই ট্রেনে ঢাকা থেকে সাগরকন্যা কক্সবাজারে যেতে পারবেন।

এসময় রেলপথ মন্ত্রণালয়ের সচিব হুমায়ুন কবির এবং অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ২২ মে. ২০২২
এমআইএইচ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।