ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
বাংলাবাজার-শিমুলিয়ায় নৌযান চলাচল বন্ধ ছবি: সংগৃহীত

মাদারীপুর: মাদারীপুরে বৃষ্টির সঙ্গে ঝড়ো বাতাস বইছে। দুর্ঘটনা এড়াতে বাংলাবাজার-শিমুলিয়া নৌরুটে বন্ধ রয়েছে লঞ্চ ও স্পিডবোট চলাচল।

বুধবার (২৫ মে) বেলা সাড়ে ১১টা থেকে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) বাংলাবাজার লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর মো. ফরিদ হোসেন এ তথ্য জানান।

জানা গেছে, বেলা ১১টার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে আসে। এরপর বৃষ্টি ও বাতাস শুরু হয়। পরে সাড়ে ১১টার দিকে নৌযান চলাচল বন্ধ করে দেওয়া হয়।

লঞ্চঘাটের সহকারী ট্রাফিক ইন্সপেক্টর ফরিদ হোসেন বলেন, বাতাসের কারণে পদ্মা নদী উত্তাল রয়েছে। এছাড়া ঝড়ের পূর্বাভাস থাকায় দুর্ঘটনা এড়াতে লঞ্চ ও স্পিডবোট বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, মে ২৫, ২০২২
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।