ঢাকা, শনিবার, ৫ আশ্বিন ১৪৩২, ২০ সেপ্টেম্বর ২০২৫, ২৭ রবিউল আউয়াল ১৪৪৭

জাতীয়

মিরপুরে গাঁজাসহ চার বিক্রেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৫৯, মে ২৫, ২০২২
মিরপুরে গাঁজাসহ চার বিক্রেতা গ্রেফতার প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকা থেকে ১০ কেজি গাঁজাসহ চার মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা তেজগাঁও বিভাগ।

বুধবার (২৫ মে) দুপুরে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সহকারী কমিশনার হাসান মুহাম্মদ মুহতারিম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতাররা হলেন- মো. এবাদুল্লাহ গাজী, মো. মিলন, মো. জুয়েল রানা ও মো. রাশেদুজ্জামান পারভেজ।

সহকারী কমিশনার হাসান মুহাম্মদ বলেন, মঙ্গলবার রাতে মিরপুর মডেল থানার সনি স্কয়ার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে তাদের কাছ থেকে গাঁজাসহ মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

পুলিশের এ কর্মকর্তা বলেন, গ্রেফতার আসামিরা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে ঢাকাসহ আশপাশের এলাকায় বিক্রি করতেন। গ্রেফতার আসামিদের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৫৯ ঘণ্টা, মে ২৫, ২০২২
এসজেএ/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।