ঢাকা, শনিবার, ৯ ফাল্গুন ১৪৩১, ২২ ফেব্রুয়ারি ২০২৫, ২২ শাবান ১৪৪৬

জাতীয়

ঘনঘন অবস্থান পরিবর্তন করায় মার্জিয়াকে ধরতে দেরি হয়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৮ ঘণ্টা, মে ৩০, ২০২২
ঘনঘন অবস্থান পরিবর্তন করায় মার্জিয়াকে ধরতে দেরি হয়

নরসিংদী: ঘনঘন অবস্থান ও মোবাইল নম্বর পরিবর্তন করার কারণে নরসিংদী রেলস্টেশনে আধুনিক পোশাকের অজুহাতে এক তরুণীকে হেনস্তার ঘটনার মূল হোতা মার্জিয়া আক্তারের (৬০) অবস্থান নিশ্চিত করা যাচ্ছিলো না। যে কারণে তাকে আটক করা ও সম্ভব হচ্ছিলো না।

 

অবশেষে র‌্যাব গোয়েন্দা সূত্রে তার অবস্থান নিশ্চিত হয়ে সোমবার (৩০ মে) দিনগত রাত ৩টার দিকে শিবপুর উপজেলার মুনছেপের চর এলাকায় শিলার খালার বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক মার্জিয়া আক্তার রায়পুরা উপজেলার ডোকেরচর ইউনিয়নের আদিয়াবাদ গ্রামের মৃত আয়েত আলীর মেয়ে। তিনি পেশায় ঘটক।

র‌্যাব জানায়, স্টেশনে তরুণীকে লাঞ্ছিতের ঘটনা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তরুণী লাঞ্ছিতের মূলহোতা মার্জিয়া আক্তার ওরফে শিলা ওরফে শায়লা নরসিংদী শহরের উপজেলা মোড়ের বাসা থেকে পালিয়ে আত্মগোপনে চলে যায়। এরপর ঘন ঘন অবস্থান পরিবর্তনের কারণে তাঁর অবস্থান নিশ্চিত হওয়া যাচ্ছিলো না। পরে র‌্যাব গোপন সংবাদের ভিত্তিতে শিবপুর উপজেলার মুনছেপের চর এলাকায় শিলার খালার বাসায় অভিযান চালায়। সেখানে অভিযান চালিয়ে রাত ৩টার দিকে তাকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে একটি মোবাইল ও একটি সিমকার্ড ও নগদ ১৯৮০ টাকা উদ্ধার করা হয়।

>>> নরসিংদীতে তরুণীকে হেনস্তাকারী নারী গ্রেপ্তার

বাংলাদেশ সময়: ১৭৪৪ ঘণ্টা, মে ৩০, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।