ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

কচুয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, মে ৩০, ২০২২
কচুয়ায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

চাঁদপুর: চাঁদপুরের কচুয়ায় ক্ষেতে কাজ করতে গিয়ে বজ্রপাতে মিল্লাত হোসেন ওরফে সাদ্দাম (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

সোমবার (৩০ মে) সকালে স্বজনরা তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত সাদ্দাম উপজেলার আশরাফপুর ইউনিয়নের জগতপুর গ্রামের বেপারি বাড়ির মোস্তফা কামালের ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, সকালে বৃষ্টিতে ভিজে ধানের বীজ বপন করছিলেন সাদ্দাম। সকাল সোয়া ১০টার দিকে প্রচণ্ড শব্দে বজ্রপাত হলে এলাকার লোকজন তাকে মাঠে পড়ে থাকতে দেখেন। পরে স্বজনরা সাদ্দামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শাহরাস্তি মডেল থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আসাদুজ্জামান বাংলানিউজকে বলেন, আইনি প্রক্রিয়া শেষে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩১ ঘণ্টা, মে ৩০, ২০২২
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।