ঢাকা, শনিবার, ৬ আশ্বিন ১৪৩১, ২১ সেপ্টেম্বর ২০২৪, ১৭ রবিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

গুলশানে লরির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জুন ২, ২০২২
গুলশানে লরির ধাক্কায় ভ্যান চালকের মৃত্যু প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর গুলশানে তেলবাহী লরির ধাক্কায় সোহাগ মিয়া (৫০) নামে এক ভ্যান চালক মারা গেছেন।

বৃহস্পতিবার (২ জুন) সকাল ১০টার দিকে গুলশান কোককোলা প্রগতি সরণিতে এ দুর্ঘটনা ঘটে।

পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী  হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ মহিবুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোহাগ তিন চাকার ভ্যান চালিয়ে গুলশান কোকোকোলা মোড়ে ইউটার্ন নিয়ে প্রগতি সরণিতে গেলে একটি তেলবাহী লরি তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, সোহাগ পঞ্চগড় জেলার বাসিন্দা হলেও বর্তমানে মালিবাগ বাজার এলাকায় থাকতেন। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, জুন ০২, ২০২২
এজেডএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।