ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত দুজন এখনও পলাতক

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫১ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
তোফাজ্জলকে পিটিয়ে হত্যা: অভিযুক্ত দুজন এখনও পলাতক ভাত খাচ্ছেন তোফাজ্জল, মাঝে সুস্থ তোফাজ্জল এবং শেষে গণপিটুনির শিকার তোফাজ্জল

ঢাবি: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল হোসেন নামে এক যুবককে গণপিটুনি দিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত আটজনের দুজনকে এখনও গ্রেপ্তার করা যায়নি। এ দুজন এখনও পলাতক রয়েছেন।

 

শুক্রবার (২০ সেপ্টেম্বর) প্রতিবেদনে আটজনের বিষয়ে অভিযোগ পায় তদন্ত কমিটি। এর মধ্যে ছয়জনকে ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার শিক্ষার্থী হলেন- পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জালাল আহমেদ, ২০১৮-১৯ সেশনের আহসান উল্লাহ, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের আল হোসাইন সাজ্জাদ, ২০২১-২২ শিক্ষাবর্ষের মৃত্তিকা পানি ও পরিবেশ বিভাগের ছাত্র মোহাম্মদ সুমন, পুষ্টি ও খাদ্যবিজ্ঞান ইনস্টিটিউটের শিক্ষার্থী মুত্তাকীন সাকিন এবং ওয়াজিবুল আলম।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দিন আহমেদ বাংলানিউজকে বলেন, গ্রেপ্তারকৃত ছয়জনকে শুক্রবার কোর্টে চালান করা হয়েছিল। তারা ১৬৪ ধারায় ঘটনায় জড়িত থাকার কথা উল্লেখ করে স্বীকারোক্তি দিয়েছেন। ফলে তাদের কারাগারে রাখা হয়েছে।  

এছাড়া অভিযুক্ত ২০২০-২১ শিক্ষাবর্ষের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের মো. ফিরোজ কবির একই বর্ষের পদার্থবিজ্ঞান বিভাগের মো. আবদুস সামাদকে এখনও গ্রেপ্তার করা যায়নি।  

প্রক্টর বলেন, তারা মোবাইলফোন বন্ধ রেখেছেন। ফলে শনাক্ত করা যায়নি এখনও। তবে সংশ্লিষ্ট সব জায়গায় তাদের তথ্য পাঠানো হয়েছে।  

তিনি বলেন, এ ঘটনায় আমরা হল প্রশাসনের গাফিলতি পেয়েছি। ফলে হলের প্রাধ্যক্ষকেও সরিয়ে দেওয়া হতে পারে। শনিবার (২১ সেপ্টেম্বর) এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

** ঢাবিতে পিটিয়ে হত্যার ঘটনায় জড়িত ৮ জন: তদন্ত কমিটি

** পিটিয়ে হত্যা: ঢাবির ৬ শিক্ষার্থীর স্বীকারোক্তি

বাংলাদেশ সময়: ০১৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২১, ২০২৪
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।