ঢাকা, সোমবার, ৮ বৈশাখ ১৪৩২, ২১ এপ্রিল ২০২৫, ২২ শাওয়াল ১৪৪৬

জাতীয়

বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে হত্যা জাহিদুল ইসলাম পারভেজ

ঢাকা: রাজধানীর বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে (২৩) ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পারভেজ বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল বিভাগের অষ্টম সেমিস্টারের ছাত্র ছিলেন।

শনিবার (১৯ এপ্রিল) বিকেলের দিকে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের সামনেই এ হত্যাকাণ্ড ঘটে। ঘটনার পর গুরুতর আহত অবস্থায় পারভেজকে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। পারভেজ ময়মনসিংহের ভালুকা উপজেলার জসীম উদ্দীনের ছেলে।

বনানী থানার (ইন্সপেক্টর অপারেশন) এ কে এম মাইন উদ্দিন জানান, সিঙ্গারা খাওয়াকে কেন্দ্র করে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীর হাতে পারভেজ খুন হন।

তিনি আরও বলেন, ‘একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে, সিঙ্গারা খাওয়ার সময় কথাকাটাকাটি হয়, যা থেকে মারধর ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। এতে পারভেজ গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে মারা যান। ’

তিনি জানান, বিস্তারিত ঘটনা জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনানী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সোরয়ার বলেন, সিঙ্গারা খাওয়ার সময় একপর্যায়ে তর্কাতর্কি হলে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে। তবু আরও কিছু ঘটনা আছে বলে ধারণা করা হচ্ছে, বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১১৫৮ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৫
এজেডএস/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।