ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পাবনায় বাস উল্টে নিহত ২, আহত ১৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, জুন ২, ২০২২
পাবনায় বাস উল্টে নিহত ২, আহত ১৫

পাবনা: পাবনার সদর উপজেলার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন যাত্রী।

বৃহস্পতিবার (২ জুন) দুপুর সাড়ে ১২টার দিকে আতাইকুলা থানার মধুপুর এলাকায় পাবনা-কাশিনাথপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

চলন্ত বাসে মোবাইলে কথা বলার সময় দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছেন আহত যাত্রীরা।

নিহত দু’জন হলেন- পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনার সময় সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে পাবনায় যাচ্ছিলেন মুহাম্মদ এক্সপ্রেস নামে যাত্রীবাহী একটি বাস। পথে আতাইকুলার মধুপুর গোরস্থানের কাছে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি রাস্তার পাশে খাদে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই দুই নারী নিহত হন। গুরুতর আহত হন অন্তত ১৫ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে মাধপুর হাইওয়ে পুলিশ দু’জনের মরদেহ উদ্ধার করে।

তিনি আরও জানান, বাস চালানোর সময় চালক মোবাইলে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে দুর্ঘটনা ঘটেছে বলে বাসের আহত যাত্রীদের অভিযোগ।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, জুন ০২, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।