ঢাকা, মঙ্গলবার, ২৩ পৌষ ১৪৩১, ০৭ জানুয়ারি ২০২৫, ০৬ রজব ১৪৪৬

জাতীয়

অতিরিক্ত ডিআইজি হলেন বিপ্লব কুমার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২১ ঘণ্টা, জুন ৩, ২০২২
অতিরিক্ত ডিআইজি হলেন বিপ্লব কুমার

ঢাকা: ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার অতিরিক্ত উপ-মহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছেন।

বৃহস্পতিবার (২ জুন) বিপ্লব কুমার সরকারসহ এসপি পদমর্যাদার ৭৩ জন কর্মকর্তাকে অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতি দেয় সরকার।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের উপ-সচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত পৃথক তিনটি প্রজ্ঞাপনে এই পদোন্নতি দেওয়া হয়।

বিসিএস ২১তম পুলিশ ব্যাচের কর্মকর্তা বিপ্লব কুমার সরকারকে গত ১৫ নভেম্বর ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক আদেশে তেজগাঁও বিভাগের ডিসি পদে পদায়ন করা হয়। এর আগে ২০১৩ সালের এপ্রিল থেকে ২০১৯ সালের জুন পর্যন্ত এ পদেই তিনি দায়িত্ব পালন করেছিলেন।

বিপ্লব কুমার সরকার ২০১৩ সাল থেকে ডিএমপির তেজগাঁও বিভাগের ডিসি পদে দায়িত্ব পালনকালে রেকর্ডসংখ্যক ২৩ বার ডিএমপির শ্রেষ্ঠ ডিসি হিসেবে পুরস্কৃত হন। ২০১৪ সালে তিনি প্রথম পিপিএম পদক পান। এরপর ২০১৬ সালে বিপিএম পদক অর্জন করেন।

২০১৯ সালের ১৩ জুন তাকে রংপুর জেলার পুলিশ সুপার (এসপি) পদে বদলি করা হয়। এরপর গত বছরের ১৮ অক্টোবর ডিএমপির ডিসি পদেই বিপ্লব কুমারকে রংপুর থেকে ফিরিয়ে আনা হয়।

বাংলাদেশ সময়: ০৯১৭ ঘণ্টা, জুন ০৩, ২০২২
পিএম/এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।