ঢাকা, সোমবার, ১৭ আষাঢ় ১৪৩১, ০১ জুলাই ২০২৪, ২৩ জিলহজ ১৪৪৫

জাতীয়

মাকে হত্যার অভিযোগে বাবাকে পুলিশে দিলেন মেয়ে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫৬ ঘণ্টা, জুন ৭, ২০২২
মাকে হত্যার অভিযোগে বাবাকে পুলিশে দিলেন মেয়ে

মেহেরপুর: মাকে হত্যার অভিযোগ এনে বাবাকে পুলিশের কাছে ধরিয়ে দিলেন মেয়ে। ঘটনাটি মেহেরপুর শহরের পশুহাটপাড়া এলাকায়।

মঙ্গলবার (৭ জুন) সকালের দিকে জেলা শহরের পশুহাটপাড়া এলাকায় নিজ বাড়ির বারান্দা থেকে সকিনা খাতুন নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে মেহেরপুর সদর থানা পুলিশ। সকিনা খাতুন ওই এলাকার বদর আলী বগা কসাইয়ের স্ত্রী।

নিহত সকিনার মেয়ে সুমনা খাতুন বাংলাদেশ বলেন, সোমবার (৬ জুন) রাতে মায়ের সঙ্গে ঘরে ঘুমাতে যাই। একসঙ্গে ঘুমালেও মঙ্গলবার ভোরের দিকে মাকে বিছানায় না পেয়ে বাইরে খুঁজতে এসে বারান্দায় মায়ের ঝুলন্ত মরদেহ দেখতে পাই।

খাতুন আরও জানান, বাবা বদর আলী বগা প্রায় প্রতিনিয়ত আমার মাকে নির্যাতন করতেন। বাবাই মাকে হত্যা করে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রেখেছেন দাবি তার (মেয়ের)।

পরে সন্তানের অভিযোগের ভিত্তিতে সকিনার স্বামী বদরকে আটক করে সদর থানা পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, পান থেকে চুন খসতেই বদর আলী কসাই তার স্ত্রী সকিনাকে নির্যাতন করতেন।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যার অভিযোগে স্বামী বদর আলীকে আটক করে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, জুন ০৭, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।