ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাগেরহাটে পর্যটন শিল্পে উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, জুন ১১, ২০২২
বাগেরহাটে পর্যটন শিল্পে উদ্যোক্তা উন্নয়নে প্রশিক্ষণ

বাগেরহাট: জেলা ব্রান্ডিং কার্যক্রমের সক্ষমতা বৃদ্ধি  ও পর্যটন শিল্পে সংশ্লিষ্ট উদ্যোক্তাদের দক্ষতা উন্নয়নে বাগেরহাটে দুইদিন ব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে।  

এটুআই প্রোগ্রামের সহযোগিতায় বাগেরহাট জেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১১ জুন) সকালে শহরের সার্কিট হাউস মিলনায়তনে এই প্রশিক্ষণ শুরু হয়।

 

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক খোন্দকার মোহাম্মদ রিজাউল করিম, সহকারী কমিশনার রুবাইয়া বিনতে কাশেমসহ প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়ালি অংশ নেন এটুআই প্রকল্পের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির। দুই দিনের এই প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে রয়েছেন এটুআই এর ইমপ্লিমেন্টেশন স্পেশালিস্ট মোহাম্মাদ শামসুজ্জামান, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহকারী পরিচালক মহিবুল ইসলাম, এটুআইয়ের ইয়াং প্রফেশনাল মো. ওমর ফারুক, ট্রেনিং কনসালটেন্ট আরিফুল ইসলাম।

দুই দিনের এই প্রশিক্ষণে বিভিন্ন শ্রেণীপেশার ৪০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছেন।

দুই দিনের এই প্রশিক্ষণে জেলা ব্রান্ডিং, ই কমার্স, পর্যটন উন্নয়নে ব্লগিং, পর্যটন সংক্রান্ত ই কমার্স, ই কমার্সের জন্য পণ্য নির্বাচন, পণ্যের মূল্য নির্ধারণ, মার্কেটিং স্ট্রাটেজি কৌশল, জেলা ব্রান্ডিং পণ্য একশপে আপলোড, কারিগরিসহ বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে।


রোববার বিকেলে সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে দুইদিন ব্যাপী এই প্রশিক্ষণ কর্মশালা শেষ হওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, জুন ১১, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।