ঢাকা, সোমবার, ২৩ বৈশাখ ১৪৩১, ০৬ মে ২০২৪, ২৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ সন্তু লারমা গ্রুপের ২ কর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, জুন ১১, ২০২২
রাঙামাটিতে অস্ত্র-গুলিসহ সন্তু লারমা গ্রুপের ২ কর্মী আটক

রাঙামাটি: রাঙামাটির রাজস্থলীতে অস্ত্রসহ দুই জেএসএস কর্মীকে আটক করেছে যৌথবাহিনী। তারা হলেন- মোহন তঞ্চঙ্গ্যা (৪০) ও সুমন চাকমা (৩৫)।

শনিবার (১১জুন) বিকেলে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল বাহার চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

মোহন তঞ্চঙ্গ্যা রাজস্থলী উপজেলার মৃত বিরো কুমার তঞ্চঙ্গ্যার ছেলে এবং  সুমন চাকমা বাঘাইছড়ির উপজেলার মৃত ছুরা মেরিয়া চাকমার ছেলে।

তিনি জানান, শুক্রবার (১০ জুন) দিনগত রাতে রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের কাঁকড়াছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করে যৌথবাহিনী। এ সময় তাদের কাছ থেকে একটি এলজি ও চার রাউন্ড কার্তুজ জব্দ করা হয়।

তিনি আরও জানান, দু’জনই সশস্ত্র সংগঠন জেএসএসের (সন্তু লারমা) কালেক্টর। অবৈধ অস্ত্র রাখার দায়ে তাদের নামে মামলা হয়েছে এবং শনিবার (১১ জুন) সকালে তাদের রাঙামাটি আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, জুন ১১, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।