ঢাকা, রবিবার, ৯ আষাঢ় ১৪৩১, ২৩ জুন ২০২৪, ১৫ জিলহজ ১৪৪৫

জাতীয়

রায়পুরায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, জুন ১৩, ২০২২
রায়পুরায় ট্রেনের ধাক্কায় নারী নিহত

নরসিংদী: নরসিংদীর রায়পুরায় ট্রেনের ধাক্কায় জমিলা খাতুন (৫০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুন) বিকেলে উপজেলার শ্রীরামপুর রেলগেটের পূর্বপাশে উত্তর পাড়া এলাকায় সিলেটগামী কালনী এক্সপ্রেসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।

জমিলা নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার পায়পুরা ইউনিয়নের বৈরহাট এলাকার মৃত মনহর মিয়ার মেয়ে।  
  
স্থানীয়রা জানায়, জমিলা খাতুন ও তার বোন সাহেরা খাতুন শ্রীরামপুর উত্তর পাড়া এলাকার কালু মিয়ার বাড়িতে ভাড়ায় বসবাস করে আসছিলেন। তারা ভিক্ষাবৃত্তি করে জীবন চালাতেন। সোমবার বিকেলে জমিলা কাজ শেষে বাসায় ফেরার জন্য রেললাইন দিয়ে হাঁটছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী কালনী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইমায়েদুল জাহেদী বলেন, নিহতের বোনের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ তার কাছে হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২১০৮ ঘণ্টা, জুন ১৩, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।