ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে: ড. মোমেন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৫ ঘণ্টা, জুন ১৫, ২০২২
৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা মিয়ানমারের কাছে: ড. মোমেন কথা বলছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

ঢাকা: ‌‘মিয়ানমারকে ৮ লাখ ৩০ হাজার রোহিঙ্গার তালিকা যাচাই-বাছাইয়ের জন্য দেওয়া হয়েছে। তবে, তারা শুধুমাত্র ৫৮ হাজার রোহিঙ্গাকে যাচাই করেছে।

 

বুধবার (১৫ জুন) রাজধানীর হোটেল শেরাটনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এ কথা বলেন।

বাংলাদেশ প্রাইভেট মেডিক্যাল কলেজ অ্যাসোসিয়েশন আয়োজিত সাবেক অর্থমন্ত্রী মরহুম আবুল মাল আবদুল মুহিতের স্মরণসভায় যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী।

অনুষ্ঠান শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন জানান, ভারত আমাদের গম দেবে। তারা গম দেওয়ার জন্য রাজি হয়েছে।

তিনি বলেন, দিল্লিতে যৌথ পরামর্শক সভায় (জেসিসি) দুই দেশের বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সেখানে জ্বালানি নিরাপত্তা ইস্যুতে আমরা এবার জোর দিচ্ছি।

এক প্রশ্নের উত্তরে ড. মোমেন বলেন, জেসিসি বৈঠকের আগে যৌথ নদী কমিশনের বৈঠক না হলেও পানি বন্টন ইস্যুতে আলোচনা হবে।

উল্লেখ্য, জেসিসি বৈঠকে যোগ দিতে আগামী ১৮ জুন দিল্লি যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
টিআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।