ঢাকা, শনিবার, ২১ বৈশাখ ১৪৩১, ০৪ মে ২০২৪, ২৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বিয়ানীবাজারে ভোট সম্পন্ন, ফলাফলের অপেক্ষা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
বিয়ানীবাজারে ভোট সম্পন্ন, ফলাফলের অপেক্ষা

সিলেট: প্রবাসী অধ্যুষিত অঞ্চল সিলেটের বিয়ানীবাজার পৌরসভায় ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।
 
বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে টানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।


 
বিকেলে ইভিএম মেশিনে কেন্দ্র থেকে ফলাফল জানিয়ে দিয়ে এরপর কন্ট্রোল রুম থেকে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন নির্বাচন সংশ্লিষ্টরা।  
 
বিয়ানীবাজার পৌর নির্বাচনের সহকারি রিটার্নিং অফিসার সৈয়দ কামাল হোসেন বলেন, ইভিএমএ টেকনিক্যাললি কিছু সমস্যায় ভোটগ্রহণে কিছুটা গতি কম ছিল। তবে প্রতিটি কেন্দ্রে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
 
এদিকে, গোলাপগঞ্জে উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে উপ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয় সকাল ৯টায়। বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে গণনা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন উপজেলা নির্বাচনে সহকারি রিটার্নিং কর্মকর্তা সাইদুর রহমান।
 
সিলেটের বিয়ানীবাজার পৌর এলাকার ১০ কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। আর গোলাপগঞ্জে ১০২ কেন্দ্রের ভোটগ্রহণ শেষ পর্যায়ে। বিকাল ৫টায় ভোট গ্রহণ শেষে গণনা শুরু হবে।
 
সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি এন্ড মিডিয়া) মো. লুৎফর রহমান বলেন, বিয়ানীবাজার পৌর এলাকায় শান্তিপূর্ণভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে। এছাড়া গোলাপগঞ্জেও কোনো ধরণের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি।
 
বাংলাদেশ সময়: ১৬৫৮ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এনইউ/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।