ঢাকা, সোমবার, ১৯ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৩ জুন ২০২৪, ২৫ জিলকদ ১৪৪৫

জাতীয়

খুলনায় বজ্রপাতে ট্রলারের মাঝি নিখোঁজ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
খুলনায় বজ্রপাতে ট্রলারের মাঝি নিখোঁজ

খুলনা: খুলনায় রূপসা নদীতে বজ্রপাতে ট্রলার মাঝি মতি নদীতে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৭ জন যাত্রী।

বুধবার (১৫ জুন) বিকেল ৫টার দিকে আষাঢ়ের প্রথম দিনে বৃষ্টির সময় এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মতিকে উদ্ধারে ফায়ার ব্রিগেডের ডুবুরিরা তল্লাশি চালাচ্ছে রূপসা নদীতে।

রূপসার ঘাট মাঝি সংঘের সাধারণ সম্পাদক শাহাদাৎ ব্যাপারী বাংলানিউজকে বলেন, ট্রলার মাঝি মতি পূর্ব রূপসা থেকে পশ্চিম রূপসার দিকে যাত্রী নিয়ে আসছিলেন। এ সময় বজ্রপাতে মতি নদীতে পড়ে যান। এছাড়া আরও ৫-৭ জনের কানের পর্দা ফেটে অসুস্থ হয়েছেন। তাদের হাসপাতালে নেওয়া হয়েছে। পূর্ব রূপসার রেল মসজিদের পাশে মাঝি পাড়ার সলেমান শিকদারের ছেলে মতি। মতি ও তার ছেলে একই ট্রলারে ছিল। ছেলে যাত্রীদের কাছ থেকে টাকা তুলছিল। এমন সময় নদীতে পরে গেলে সঙ্গে সঙ্গে ছেলে নদীতে ঝাঁপ দেয় কিন্তু বাবাকে ধরতে পারেনি।

বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, জুন ১৫, ২০২২
এমআরএম/কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।