ঢাকা, বৃহস্পতিবার, ২৯ কার্তিক ১৪৩১, ১৪ নভেম্বর ২০২৪, ১২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বাধা দূর করা হবে: বস্ত্রমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৭ ঘণ্টা, জুন ১৫, ২০২২
ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যে বাধা দূর করা হবে: বস্ত্রমন্ত্রী

ঢাকা: আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বস্ত্রখাতসহ ব্যবসা-বাণিজ্যে যেসব বাধা রয়েছে তা দূর করা হবে বলে জানিয়েছেন 
বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী, বীরপ্রতীক।

বুধবার (১৫ জুন) বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নিজ কক্ষে ভারতের বস্ত্র সচিব উপেন্দ্র প্রাসাদ সিং সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বৈঠকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ উপস্থিত ছিলেন।

বস্ত্র ও পাটমন্ত্রী বলেন, আমরা দুই দেশের যৌথ সহযোগিতার মাধ্যমে বস্ত্র খাতের সম্ভাবনা উন্মোচনের চেষ্টা করব। এর ফলে দুই দেশেরই বস্ত্রখাতের সঙ্গে সঙ্গে উভয় দেশের জনগণ উপকৃত হবে। পারস্পরিক সহযোগিতার মাধ্যমে বাংলাদেশ ও ভারতের বস্ত্রখাত একসঙ্গে এগিয়ে যাবে। দুই দেশের বস্ত্রখাতের ব্যবসা বাণিজ্যে যেসব বাধা রয়েছে আলোচনার মাধ্যমে তা দূর করা হবে।

সাক্ষাৎকালে বন্ধুপ্রতীম দু'দেশের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাসহ দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, জুন ১৫,২০২২
জিসিজি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।