ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জাতীয়

জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, জুন ১৬, ২০২২
জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক

গাজীপুর: গাজীপুরের রাজেন্দ্রপুর এলাকায় ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত বগি উদ্ধারের পর জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

বৃহস্পতিবার (১৬ জুন) সকাল ১০টার দিকে ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

পরে বগিটি উদ্ধারের পর দুপুর পৌনে ২টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।

জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ক্যাম্পের উপ-পরিদর্শক (এসআই) মো. শহীদুল্লাহ হিরো জানান, শ্রীপুর স্টেশন থেকে ভাওয়াল এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। এক পর্যায়ে ট্রেনটি রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়। এরপর জয়দেবপুর-ময়মনসিংহ রেললাইনে ট্রেন চলাচল বন্ধ থাকে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে ছিল। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  

জয়দেবপুর রেলওয়ে জংশন স্টেশন মাস্টার রেজাউল ইসলাম জানান, ট্রেনের লাইনচ্যুত বগিটি উদ্ধারের পর দুপুর পৌনে ২টার থেকে জয়দেবপুর-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।