ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩১, ০২ মে ২০২৪, ২২ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে অভিনব ধন্যবাদ বরিশালবাসীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জুন ১৬, ২০২২
পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে অভিনব ধন্যবাদ বরিশালবাসীর

বরিশাল: লাখো মোবাইলের আলো জ্বালিয়ে স্বপ্নের পদ্মা সেতুর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন বরিশালবাসী।  

বৃহস্পতিবার (১৬ জুন) দিনগত রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু উদ্যানে জয় বাংলা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের আহ্বানে সারা দিয়ে এভাবে ধন্যবাদ জ্ঞাপন করেন বরিশালবাসী।

এ সময় গোটা বঙ্গবন্ধু উদ্যান হাজার হাজার মানুষের উপস্থিতিতে কানায় কানায় পরিপূর্ণ ছিল।

এর আগে জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়। এর পরপরই কয়েক দফায় জাতীয় স্লোগান ‘জয় বাংলা’য় মুখরিত হয় গোটা বঙ্গবন্ধু উদ্যান।

পরে অতিথিদের বক্তব্য দেওয়া শেষে নৃত্য পরিবেশন করা হয়।  

তাপস অ্যান্ড ফ্রেন্ডসের সার্বিক পরিকল্পনায় বরিশাল সিটি করপোরেশনের সহযোগিতায় জয় বাংলা উৎসবের আয়োজন করেছে বরিশাল চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

বাংলাদেশ সময়: ২১২৭ ঘণ্টা, জুন ১৬, ২০২২
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।