ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নেত্রকোনায় পানির স্রোতে ভেঙেছে সেতু, রেল চলাচল বন্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জুন ১৮, ২০২২
নেত্রকোনায় পানির স্রোতে ভেঙেছে সেতু, রেল চলাচল বন্ধ

নেত্রকোনা: অতি বৃষ্টি ও বন্যায় নেত্রকোনায় ময়মনসিংহ-মোহনগঞ্জ রেল লাইনের অতীতপুর-মোহনগঞ্জ রেলওয়ে স্টেশনের মধ্যবর্তী ইসলামপুর নামক স্থানে পানির স্রোতে রেলওয়ে কালভার্ট ব্রিজ ভেঙে গেছে।

শনিবার (১৮ জুন) সকালে থেকে এই এলাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।

জানা যায়, শনিবার সকাল সাড়ে ৭টায় পানির প্রবল স্রোতে রেলওয়ে ব্রিজের দুই পাশে মাটি ধ্বসে গেলে ব্রিজ ভেঙে যায়। লাইনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় কর্তৃপক্ষ রেল যোগাযোগ বন্ধ রেখেছেন।

বারহাট্রা স্টেশন মাস্টার গোলাম রব্বানী জানান, হাওড় এক্সপ্রেস ট্রেনটি মোহনগঞ্জে আটকা পড়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মোহনগঞ্জের সঙ্গে ময়মনসিংহসহ ঢাকার সঙ্গে রেল যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে।

ব্রিজের নিচে পানির প্রবল স্রোত থাকায় জরুরি ভিত্তিতে কাজ করা সম্ভব নয় 

বাংলাদেশ সময়: ১৩৩৯ ঘণ্টা, জুন ১৮, ২০২২
কেএআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।