ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জ জেলা কারাগার বিদ্যুৎবিহীন

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৫ ঘণ্টা, জুন ১৯, ২০২২
সুনামগঞ্জ জেলা কারাগার বিদ্যুৎবিহীন ফাইল ছবি

ঢাকা: সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ  মানুষ।

বন্যার পানি ঢুকেছে সুনামগঞ্জ জেলা কারাগারেও। সেখানে প্রায় ৬ হাজার বন্দি বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।

শনিবার (১৮ জুন) রাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হক বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, সিলেট বিভাগের পাঁচটি কারাগারে বন্দিদের রাখা হয়। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা কারাগারের পাশাপাশি সিলেট সদরে দুটি কারাগার রয়েছে। একটি হচ্ছে বাধাঘাটে নতুন কারাগার, আরেকটি পুরাতন কারাগার।

তিনি আরও বলেন, সুনামগঞ্জে কারাগারে বন্যার পানি বন্দিদের ভবনের নিচতলার সীমানা পর্যন্ত উঠেছে। বন্দীদের সবাইকে উপরে ওঠানো হয়েছে। এখন পর্যন্ত স্টোরে রান্নাবান্না হচ্ছে। সামনে আরও সমস্যা হলে স্টোরটি ভবনের উপরে ওঠানো হবে। এছাড়া এখন পর্যন্ত রান্নাবান্না স্বাভাবিকই আছে। তবে পুরো জেলার পাশাপাশি সুনামগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বন্দিরা।

কারা মহাপরিদর্শক আরও জানান, সিলেট সদর কারাগারের সামনের রাস্তায় পানি উঠেছে। অন্য দুটি কারাগারে এখনো বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না।

বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এজেডএস/এসএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।