ঢাকা: সিলেট ও সুনামগঞ্জ জেলায় বন্যা ভয়াবহ রূপ নিয়েছে। পানিবন্দী হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ।
শনিবার (১৮ জুন) রাতে কারা মহাপরিদর্শক (আইজি প্রিজন) ব্রি. জেনারেল এ এস এম আনিসুল হক বাংলানিউজকে এই তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সিলেট বিভাগের পাঁচটি কারাগারে বন্দিদের রাখা হয়। সুনামগঞ্জ, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা কারাগারের পাশাপাশি সিলেট সদরে দুটি কারাগার রয়েছে। একটি হচ্ছে বাধাঘাটে নতুন কারাগার, আরেকটি পুরাতন কারাগার।
তিনি আরও বলেন, সুনামগঞ্জে কারাগারে বন্যার পানি বন্দিদের ভবনের নিচতলার সীমানা পর্যন্ত উঠেছে। বন্দীদের সবাইকে উপরে ওঠানো হয়েছে। এখন পর্যন্ত স্টোরে রান্নাবান্না হচ্ছে। সামনে আরও সমস্যা হলে স্টোরটি ভবনের উপরে ওঠানো হবে। এছাড়া এখন পর্যন্ত রান্নাবান্না স্বাভাবিকই আছে। তবে পুরো জেলার পাশাপাশি সুনামগঞ্জ জেলা কারাগারে বিদ্যুৎবিহীন অবস্থায় আছে বন্দিরা।
কারা মহাপরিদর্শক আরও জানান, সিলেট সদর কারাগারের সামনের রাস্তায় পানি উঠেছে। অন্য দুটি কারাগারে এখনো বড় ধরনের কোনো সমস্যা হচ্ছে না।
বাংলাদেশ সময়: ১২০০ ঘণ্টা, জুন ১৯, ২০২২
এজেডএস/এসএ