ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ আটক ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১১৯ ঘণ্টা, জুন ২১, ২০২২
বিমানবন্দরে আড়াই কেজি সোনাসহ আটক ১

ঢাকা: রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ১ কোটি ৮০ লাখ টাকার স্বর্ণসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।  

সোমবার (২০ জুন) রাত ৯টার দিকে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে মানিক মিয়া নামে ওই যাত্রী ঢাকায় আসেন।

তার কাছ থেকে ২১টি বার ও ৯৮ গ্রাম স্বর্ণালঙ্কারসহ মোট ২ কেজি ৫৪৫ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়।

সংশ্লিষ্টরা জানান, গোপন তথ্যের ভিত্তিতে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইটে (জি৯ ৫১০) এক যাত্রী চোরাচালানের স্বর্ণ বহন করছে। এর পরিপ্রেক্ষিতে উপ-পরিচালক আহমেদুর রেজা চৌধুরীর নেতৃত্বে কাস্টমস গোয়েন্দার একটি দল ৬ নম্বর বোর্ডিং ব্রিজের সামনে অবস্থান নেয়। পরে সেখান থেকে মানিক মিয়াকে আটক করা হয়।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর জানায়, সন্দেহভাজন ব্যক্তিকে গ্রিন চ্যানেলে এনে ব্যাগ তল্লাশি করে ২১টি স্বর্ণ বার ও ৯৮ গ্রাম স্বর্ণালংকার পাওয়া যায়। জব্দ করা এসব স্বর্ণের বাজারমূল্য আনুমানিক ১ কোটি ৮০ লাখ টাকা। অভিযুক্ত যাত্রীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪ এবং দ্য কাস্টমস অ্যাক্ট ১৯৬৯-এর বিধান অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে। ওই যাত্রীকে বিমানবন্দর থানায় সোপর্দ করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০১২০ ঘণ্টা, জুন ২১, ২০২২
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।